চৌদ্দগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এয়াকুব আলী সবুজ (২৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ছুফুয়া আমির শার্টস ফেক্টরির কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিল।
নিহতের চাচাতো ভাই খোরশেদ আলম নতুন কুমিল্লাকে জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে সবুজের মোটর সাইকেলে সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর সবুজ আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বুধবার বিকাল ৫টায় তার গ্রামের বাড়িতে যানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে খোরশেদ আলম জানান।