চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গলায় ফাঁসি লাগিয়ে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। তারা হলেন; শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মানসিক রোগী আবদুর রশিদ (৫৫) ও শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুস্করণী গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৮)। এরমধ্যে আবদুর রশিদের লাশের ময়নাতদন্ত শেষে ও জাহিদের পরিবারের কোন দাবি না থাকায় সুরতহাল শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বুধবার (১০ অক্টোবর ) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম ও ইকবাল মনির।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে জাহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। এরআগে একই কারণে মানসিক রোগী আবদুর রশিদও আত্মহত্যা করে। নিহত আবদুর রশিদ দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।