২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বুধবার (১০ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা আ’লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে নেতৃত্ব দেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ইদ্রিস মিয়াজী, পৌর কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, মোখলেছ মিয়া, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সামছুল হক, যুবলীগ নেতা গাজী শহীদ, খোরশেদ আলম, পরাশ উদ্দিন রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।