কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও সহযোগী সদস্যদের মাঝে সেরা প্রতিবেদক (অনলাইন এবং প্রিন্ট), সেরা প্রতিবেদন এবং সেরা ফিচারসহ সেরা উদীয়মান প্রতিবেদক ক্যাটাগরিতে মোট ৯ টি পুরষ্কার প্রদান করেছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় সমিতির কার্যালয়ে এ পুরষ্কার বিতরণ করা হয়। সেরা প্রতিবেদকের (অনলাইন) পুরষ্কার পেয়েছেন- সমিতির তথ্য ও পাঠাগার সম্পাদক এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি শাহাদাত বিপ্লব, সেরা প্রতিবেদকের (প্রিন্ট) পুরষ্কার পেয়েছেন- সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক ডাক প্রতিদিন এর প্রতিনিধি নাজমুল সবুজ, সেরা প্রতিবেদনের পুরষ্কার পেয়েছেন- সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর সাবিক এবং সেরা ফিচারের পুরষ্কার পেয়েছেন- সমিতির সহযোগী সদস্য ও দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সজিব বণিক।
এছাড়া সেরা উদীয়মান প্রতিবেদকের পুরষ্কার পেয়েছেন পূর্ব-পশ্চিম বিডি ডট কমের প্রতিনিধি জয়নাল উদ্দীন, ক্যারিয়ার টাইমসের প্রতিনিধি এম. ডি. নূরুল মোস্তফা, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি এবিএস ফরহাদ এবং ক্যাম্পাস লাইভের প্রতিনিধি আবু নাইম।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ। এ সময় সমিতির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।