বরুড়া উপজেলা সমাজ সেবা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কাজে ব্যবহৃত ৪টি কম্পিউটা ও গুরুত্বপূর্ন বেশ কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরুড়া উপজেলা ফায়ার সার্ভিসের ইনর্চাজ সাদাত হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে সমাজ সেবা অফিসের কোন কর্মকর্তাকে না পাওয়ায় ক্ষয়ক্ষরিত পরিমান সঠিক ভাবে নির্নয় করা যায়নি বলে তিনি জানান।