নাঙ্গলকোটে পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের শাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা বাংগড্ডা ইউনিয়নের হরিকোট এলাকা থেকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম হরিকোট গ্রামের মৃত. মোজ্জাফর আলীর ছেলে। নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম নতুন কুমিল্লাকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।