কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রবিবার (১৪ অক্টোবর) থেকে ৫ দিন ব্যাপী পূজার ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যালন্ডোর সূত্রে তথ্যটি জানা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দূর্গপূজা উপলক্ষে আগামী রবিবার থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডমেকি এবং প্রশাসনকি কার্যক্রম বন্ধ থাকবে। ১২ ও ১৩ অক্টোবর (শুক্রবার ও শনবিার) সাপ্তাহকি ছুটি থাকায় মূলত ছূটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকেই। আর ১৯ এবং ২০ অক্টোবর সাপ্তাহকি ছুটি থাকায় আগামী ২১ অক্টোবর থেকে যথারীতি বশ্বিবদ্যিালয়রে একাডমেকি এবং প্রশাসনকি কার্যক্রম শুরু হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকলেও আবাসকি হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।