কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নির্বাচন প্রশ্নে আরেকটি রক্তপাতের আশঙ্কা: কর্নেল অলি

ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম / ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।

অলি বলেন, ‘দেশে আদৌ কোনো নির্বাচন হবে কিনা, তা নিয়ে আমি এখনো নিশ্চিত নই। আবার নির্বাচন হলেও জনগণ ভোট দিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়েই যায়।’

তিনি বলেন, ‘বর্তমানে জাতির ক্রান্তিকাল চলছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সেগুলো কীভাবে মোকাবেলা করব, সেটা ভাবা দরকার।’

বিএনপির এই সাবেক নেতা বলেন, ‘আগামী নির্বাচনেও ২০১৪ সালের পুনরাবৃত্তি হবে বলে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। সেটা আর কখনোই হবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনের বিষয়ে এখনো রাজনৈতিক সিদ্ধান্ত না হলে আরেকটি রক্তাক্তপথ হবে।’

অলি বলেন, ‘আমরা অতীতে দেখেছি, যারা বিএনপির সমর্থক, তারা রাস্তায় মঞ্চ করে বিএনপির বিরোধিতা করেছেন। এরা যে আগামী দিনেও বিরোধিতা করবে না, সেটা বলা যায় না।’

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির আলাপ-আলোচনাকে আমি স্বাগত জানাই। কিন্তু, সময় অনেক কম। আপনারা কী করছেন তাও আমরা দেখছি।’

এলডিপি সভাপতি বলেন, ‘যাদের দুটি আসন নেই, তারাও দেখলাম ১৫০ আসন চাইছে। সময় থাকতে সবাইকে আমি সাবধান করছি। এত সহজেই আপনারা কোনো কাজ করতে পারবেন না। যে যতই আনন্দ করুক, তারা যে যা পাপ করেছেন, সেটা তাদের অন্তর জানে।’

আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আবারো বঙ্গবন্ধুকন্যাকে আহ্বান জানাব— আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন, যাতে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এর বাইরে কিছু করতে গেলে নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে আরেকটি রক্তপাত অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক হুইপ আবদুল করিম আব্বাসি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবদুল গণি, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

আরও পড়ুন