লাকসামে নূরুন্নবী নামে এক জামায়াত কর্মীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার ( ১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার নগরিপাড়ার মনু মিয়ার ছেলে মোঃ শাহ আলম (২৫) ও পৌরসভার মিশ্রি এলাকার আবদুস ছাত্তারের ছেলেনূরুন্নবী (৫০)।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে নতুন কুমিল্লাকে বলেন, দু’জনের নামেই থানায় মামলা করয়েছে। ওই মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক শেষে আদালতে চালান কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।