কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে পুর্ব বিরোধের জেরে যুবককে হত্যা চেষ্টা

আহত শাহরিজ মজুমদার খোকন / ছবি: নতুন কুমিল্লা

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে শাহরিজ মজুমদার খোকন (৩৪) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলক সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। পাশ্ববর্তী পাঁচরা গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ‘মৃত’ ভেবে তাকে ফেলে যায়।

আহত খোকন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের আমির হোসেন মজুমদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত খোকনের পরিবার সূত্রে জানা যায়, খোকন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চালাতো। পাঁচ বছর পূর্বে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে ও তার দুই সহযোগী মারত্মক আহত হয়। ওই সময় রনি নামে তার এক সহযোগী ঘটনাস্থলেই মারা যান। সে এবং তার অন্য সহযোগীও দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে। সে সময় তার মাথা ও নাকসহ শরীরের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় মারত্মক জখম হয়। যার রেশ এখনো টানছে সে।

এদিকে ওই দুর্ঘটনায় নিহত রনির পরিবারকে সরকারি অনুদানসহ বাস মালিকপক্ষ একটি বড় অংকের অনুদান প্রদান করে বিষয়টি সামাজিকভাবে নিঃস্পত্তি করেন। কিন্তু রনির পরিবারের লোকজন নিঃস্পত্তিটি মেনে নিয়ে টাকা গ্রহণ করলেও খোকনের উপর তাদের মনের ক্ষোভটি মেনে নিতে পারেনি। ওই ক্ষোভের কারণে আজকের এই হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কের পাশ ঘেষে হেঁটে কালিবাজারের দিকে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন লোক এসে আকষ্মিক তার উপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই খোকনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মেরে তাকে রক্তাক্ত করে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে খোকনের স্ত্রী রোকসানা বেগমের সাথে কথা বললে তিনি নতুন কুমিল্লাকে জানান, নিস্পত্তি হওয়া একটি বিষয় নিয়ে আমার স্বামীকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় বাবলু গং তার উপর হামলা করে। এখন আমার স্বামীর অবস্থা খুবই সংকটাপন্ন। ডাক্তার বলেছে, মাথা ও বাম চোখে সে মারাত্মক আঘাত পেয়েছে। জানিনা এখন কি হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত খোকন হত্যা চেষ্টার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন