কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আকরাম জিম্বাবুয়ে সিরিজে ম্যানেজার, লজিস্টিক ম্যানেজার দেবব্রত

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। অন্যদিকে লজিস্টিক ম্যানেজার হিসেবে থাকবে দেবব্রত পাল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো বিষয়টি নিশ্চিত না করলেও, সংবাদ মাধ্যমকে জানিয়েছে বেশি ক’টি সূত্র।

বাংলাদেশ ক্রিকেট দলের যে কোনো সিরিজেই খালেদ মাহমুদ সুজনের ম্যানেজার হিসেবে থাকা নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কও দারুণ। তবে ইদানিং এর ব্যাতিক্রমও থাকছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যেমন দলের সঙ্গে ছিলেন না খালেদ মাহমুদ সুজন। তবে সর্বশেষ দুবাইয়ে এশিয়া কাপে সুজনের কাঁধেই ছিল ম্যানেজারের দায়িত্ব।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত কারণে ম্যানেজার হিসেবে থাকতে পারছেন না খালেদ মাহমুদ সুজন। আর একারণে তার জায়গায় ম্যানেজার হিসেবে থাকবেন আকরাম খান। এদিকে লজিস্টিক ম্যানেজার হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার দেবদ্রত পাল। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

২১ অক্টোবর শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা।

আরও পড়ুন