লাকসামে মামার লাশ আনতে গিয়ে মোটর সাইকেল-অটোরিকশা সংঘর্ষে লাশ হয়ে ফিরলেস ভাগিনা। গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে লাকসাম পৌর এলাকার রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোঃ শাহআলম (২৭) পৌর এলাকার পেয়ারাপুর মধ্যম পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মামা আবদুল খালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। দুপুরে এম্বুলেন্সযোগে লাকসাম জংশন এলাকায় লাশ পৌছলে রিসিভ করার জন্য শাহ আলম তার বন্ধু আবদুর রাজ্জাককে নিয়ে মোটর সাইকেলযোগে রওয়ানা হন। পথিমধ্যে রাজঘাট পশ্চিম বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় শাহ আলম।
এ ঘটনায় মোটর সাইকেলে থাকা তার বন্ধু আবদুর রাজ্জাক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।