কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামের মামলায় খালেদা জিয়ার শুনানি ১১ নভেম্বর

খালেদা জিয়া। ফাইল ছবি

চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে আগুন দিয়ে আটজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম শামসুল আলম জামিন শুনানির এই তারিখ নির্ধারণ করেন। এর আগে খালেদা জিয়ার জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকার পক্ষের আইনজীবী (পিপি)মোস্তাফিজুর রহমান লিটন।

এর আগে গত ১২, ২০ ও ৩০ সেপ্টেম্বর চৌদ্দগ্রামের ৫ নম্বর আমলি আদালতে মামলাটির শুনানি শেষে ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন বিচারক বিপ্লব দেবনাথ।

মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি)পুলিশের পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন