দেবিদ্বার মোহনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার দেবিদ্বার সার্কেল’র সিনিয়র এ,এস,পি শেখ মোঃ সেলিম এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোরশেদ আলম’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোখলেসুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তিকে ৪৩ পিস ইয়াবা সহ আটক করেন। মোখলেসুর রহমান দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজার’র আলফু মিয়ার ছেলে।
আটক মোখলেসুর রহমান দেবিদ্বার-চান্দিনা সড়কের মোহনা আবাসিক এলাকার কাজীবাড়ি সংলগ্ন প্রবাসী আব্দুর রৌফ ভূইঁয়ার’র ‘ভূইঁয়া মঞ্জীল’র দ্বিতীয় তলায় ভাড়াটিয়া ছিলেন।
এ ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোরশেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোখলেসুর রহমানকে একমাত্র আসামী করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের পূর্বক তাকে কোর্ট হাজতে চালান করেছে।
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল’র সিনিয়র এ,এস,পি শেখ মোহাম্মদ সেলিম বলেন, তাকে ধরার জন্য গত ৭মাস ধরে ৩ দফা অভিযান চালানো হয়। সে বার বারই কৌশলে ভবনের বিভিন্ন ফাঁক ফোঁকড় দিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি নিশ্চিত হয়ে অভিযানে আটক করতে সক্ষম হই। এর আগে সে দেবীদ্বার সিএনজি চালিত আটোরিক্সা ষ্ট্যান্ড’র ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।