কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চাঁদপুরে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও

চাঁদপুরে ইলিশ রক্ষার অভিযানে গিয়ে হামলার শিকার ইউএনও চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে অবাধে মা ইলিশ মাছ ধরছে জেলেরা । আর মা ইলিশ রক্ষা অভিযান চালাতে গিয়ে জেলেদের হাতে হামলার শিকার হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার ও তার সঙ্গে থাকা ফোর্স।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ষাটনল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে প্রাণে রক্ষা পায়। এসময় একজন সহকারী মৎস্য কর্মকতা গুরুতর আহত হন।

ইউএনও শারমিন আক্তার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযানে নদীর মাঝে গেলে জেলেরা আমাদের লক্ষ্য করে পাথর, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুঁড়ে। রীতিমত তারা আমাদের আক্রমণ করে। পরে পুলিশ প্রায় ১৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

ইউএনও আরও জানান, এরপরও অভিযান অব্যাহত রেখে পাঁচটি ইলিশ ধরার ট্রলার ও এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে মতলব উত্তর থানার চারজন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ছয়জন পুলিশ সদস্য ছিলেন।

মোহনপুর নৌপুলিশ পরিদর্শক মো. আবু তাহের জানান, অভিযান চালানোর সময় জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে আত্মরক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযানে গেলে জেলেরা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা মনজুরুল হকের মুখে পাথরের ঢিল পড়ে গুরুতর আহত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন