কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের চার দিনেও সন্ধান মিলেনি আবদুল ওয়াদুদ ওরফে ওদুদ(৭৬) নামের এক ব্যক্তির। তার বাড়ি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামে।
পরিবার সূত্র জানায়, গত সোমবার আবদুল ওয়াদুদ দাউদকান্দির গৌরিপুর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে বাসে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮২৪৮৪২৫৮৪, ০১৮৬৪৫৮৩৫১২ নাম্বারে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।