চৌদ্দগ্রামের নারানকরা এলাকায় জিলওয়্যার জুতা ফ্যাক্টোরীতে ২য় দিনের মত শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।এসময় ফ্যাক্টোরীর কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে বিক্ষোব্ধ শ্রমিকরা।
শনিবার (২০ অক্টোবর) সকাল থেকে ১৭ শ’ শ্রমিক ৬ মাসের বেতনের দাবিতে ফ্যাক্টোরীতে বিক্ষোভ অব্যহৃত রেখেছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
জিলওয়্যার ফ্যাক্টোরীর ম্যানেজার বিকাশ ভৌমিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি। এ সংবাদ লেখা পর্যন্ত ফ্যাক্টোরীতে বিক্ষোভ চলছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ ঘটনাস্থলে রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জাসিয়েছে তিনি।