দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সোমবার (২২ অক্টোবর) এ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা এবং দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহন করেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পথচারী, বাসযাত্রী, চালক ও হেলপারদের মাঝে সতেচনামূলক লিফলেট প্রদান করা হয়।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম,আব্দুন নূর, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লিপু, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই এর কুমিল্লা উত্তর জেলার সভাপতি লিটন সরকার বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।