কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

জাতীয় ক্রিকেট লিগে সোহাগ গাজীর বোলিংয়ে পুড়ে ছাই রংপুর

দীর্ঘদিন পর বল হাতে জ্বলে উঠলেন সোহাগ গাজী। দেখা পেলেন ৫ উইকেটের। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় সোমবার বরিশালের এই স্পিনারের আগুনে পুড়ে ছাই হয়েছে রংপুর বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে ১৪৭ রানে।

রংপুরে প্রথম স্তরের ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল বরিশাল। ৪ উইকেটে ১১৩ রান করার পরও ১৪৭ রানে গুটিয়ে যায় দলটি। ৩৪ রানে শেষ ৭ উইকেট হারায় দলটি। শেষ বিকেলে ব্যাট করতে নেমে বরিশালও সুবেধা করতে পারেনি। ৩৫ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস ফিরে গেছেন শূন্য রানে। ২ রান করে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল ইসলাম।

এদিন রাকিন আহমেদ ও নাঈম ইসলামের ব্যাটে ভালোভাবে এগোচ্ছিল রংপুর। ৪৬ রান করে মনির হোসেনের বলে বোল্ড হন রাকিন। ৩৯ রান করা নাঈম ইসলামকে ফিরিয়ে উইকেট উৎসবে শুরু করেন সোহাগ গাজী। এরপর নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয় রংপুরের ইনিংস।

১৮ ওভার বল করে ৪০ রানে ৫ উইকেট পেয়েছেন সোহাগ গাজী। সর্বশেষ যিনি ৫ উইকেটের দেখা পেয়েছিলেন গেল এপ্রিলে বিসিএলে।

আরও পড়ুন