তিন জন ব্যাটসম্যান ফিফটির দেখা পেলেন। তারপরও ঢাকা মেট্রোর বিপক্ষে তিনশ পেরোনো স্কোর নিয়ে শঙ্কায় সিলেট বিভাগ। সোমবার ৯ উইকেটে ২৯২ রান করে দিন শেষ করেছে সিলেট।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা মেট্রো। এদিন পুরো ৯০ ওভারই খেলা হয়েছে। সিলেটের খালেদ আহমেদ ৫ ও এবাদত হোসেন ৪ রান নিয়ে দিন শেষ করেছেন। মঙ্গলবার পারবেন তারা স্কোরটাকে তিনশতে নিয়ে যেতে?
সিলেটের হয়ে এদিন সর্বোচ্চ ৬০ রান করেন শানাজ আহমেদ। ৫০ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন। শাহানুর রহমান করেছেন ৫৪ রান।
ঢাকা মেট্রোর হয়ে ২টি করে উইকেট নেন কাজী অনিক, আরাফাত সানি, মোহাম্মদ আশরাফুল। ১টি করে উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম, সৈকত আলি ও আফিফ হোসেন।