আজ বৃহস্পতিবার কুমিল্লায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।
জানা যায়, আজ কুমিল্লায় আসছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আনিসুল হক এমপি। আজ সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় তিনি কুমিল্লা সার্কিট হাউজে অবস্থান করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। বেলা ১টায় তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।