মহেশচন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠিত কুমিল্লা রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। সোমবার (২৯ অক্টোবর) বিকেলে কমিশনার মো. আব্দুল মান্নান মহেশ চেরিটেবল ট্রাস্ট এর গ্রন্থাগার ছাত্রাবাস, প্রার্থনা ভবন, স্কুলসহু সবগুলো স্থাপনা ঘুরে দেখেন। মহেশাঙ্গনে পৌছুলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান কে ফুল দিয়ে স্বাগত জানান ইশ্বর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক শুধাংশু কুমার মজুমদার।
পরে গ্রন্থাগারে অবস্থিত প্রাচীন তালপাতা ও কাপড়ে সংস্কৃতি ভাষায় লিখা পুথি পান্ডুলিপি এবং শত বছর পুরাতন বই দেখেন তিনি। অযত্মে অবহেলায় নষ্ট হয়ে যাওয়া পুথি পান্ডুলিপি এবং শত বছর পুরাতন বইগুলো সংরক্ষনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানান তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কায়জার মোহাম্মদ ফারাবী, স্থানীয় সরকারের উপ পরিচালন মোঃ আজিজুর রহমান।