কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানে হারাল ভারত

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। সোমবার বিশাল এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৭৭ রান করেছিল ভারত। বিপরীতে ৩৬.২ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ফলে ২২৪ রানে জয় পায় ভারত। রানের হিসেবে ভারতের এটি তৃতীয় বড় জয়।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচটি টাই হয়। এরপর তৃতীয় ম্যাচে ৪৩ রানে জয় তুলে নিয়ে সিরিজ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।

ভারতকে রানের পাহাড়ে নিয়ে যান রোহিত শর্মা ও অম্বতি রাইডু। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি এম্যাচে ১৬ রান করেন। তবে রোহিত শর্মা করেন ১৬২ রান। ১৩৭ বলের ইনিংসে ২০টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

অম্বতি রাইডু ৮১ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেছেন ১০০ রান। ক্যারিবীয়দের পক্ষে ক্রেমার রোচ সর্বাধিক ২ উইকেট নেন।

জবাবে খলিল আহমেদ ও কুলদিপ যাদবের তোপে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। তারপরও তাদের স্কোর দেড়শ পেরিয়েছে অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাটে। হোল্ডার ৭০ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

খলিল আহমেদ ও কুলদিপ যাদব ৩টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা।

আরও পড়ুন