নাঙ্গলকোটে অনুষ্ঠিত হলো বিজয় ফুল প্রতিযোগিতা। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা হলরুমে মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দু’শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, গল্প ও কবিতা লেখা, আবৃত্তি, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণসহ শিক্ষার্থীরা বিজয় ফুল তৈরি করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার দাউদ হোসেন চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোনাজের রশিদ, সমাজসেবা অফিসার কামরুল হাছান রনি ও আনিছুর রহমা প্রমুখ।