কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ থেকে নামতে গিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্টেশনের ২নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল আলম ততথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে বলেন, সন্ধ্যা পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা রেলওয়ে ষ্টেশনের ২ নং প্লাটফর্মের মাঝামাঝি পৌঁছলে ইঞ্জিন সংলগ্ন বগি থেকে অজ্ঞাত এক যাত্রী লাফ দিয়ে নামার চেষ্টা করে। এসময় শরীরের ভারস্যাম হারিয়ে সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায় সে।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।