মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার (৩১ অক্টোবর) সকালে বাগমারা মহিলা কলেজ সংলগ্ন তাঁর কবরস্থানে কুরআন খতম,মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দক্ষিণ কুমিল্লার অন্যতম সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন ঝলক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কবর যিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
২৪ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম,লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত, মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু,
সাধারণ সম্পাদক মাসুম হামিদ, আ’লীগ নেতা নুরু, রফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা যুবলীগ আহবায়ক মোতালেব হোসেন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আয়াত উল্ল্যাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা মজুমদার বিউটি, সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাংঠনিক সম্পাদক শাহ ফয়সাল কারীম, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিমুল, কাজী কামরুল হাসান ভুট্টু, আক্তার পারভেজ, ছাত্রলীগ নেতা হান্নান মিয়াজী, জয়নাল আবেদীন জয়, আব্দুর রহমান, হাবীব, লিয়ন, রাব্বি প্রমুখ।