মুরাদনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নবীপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক মোমেন (৪৮) ইন্তেকাল করেছেন।তিনি উপজেলার রহিমপুর গ্রামের পূর্বপাড়ার মৃত মাওলানাআব্দুল কাদিরের ছেলে।
বুধবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ৮টায় রহিমপুর ঈদগাহ মাঠে যানাজা শেষে গ্রামের কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হবে।
নাজমুল হক মোমেন চেয়ারম্যানের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।