সারা দেশের মতো আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) কুমিল্লায় শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮শ জন।
এর মধ্যে বালক পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭শ ৯২ জন ও বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৮ জন। ২শ ৯৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ হাজার ৮শ ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান নতুন কুমিল্লাকে জানান, নকলমুক্ত, শান্তি ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।