কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার সংগঠনের সভাপতি এমরানুল হক, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ও স্থায়ী কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের সাক্ষরিত এত বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। এসময় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের (৮ম ব্যাচ) সাজ্জাদ হোসেন বিজয়কে সভাপতি এবং একাউন্টিন এন্ড ইনফরমেশন বিভাগের (১০ম ব্যাচ) গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়।
২৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন (মার্কেটিং-৮ম), শাহ জাহান শাহিন (ইংরেজী-৯ম), হারুন অর রশিদ (লোকপ্রশাসন-৯ম), যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃজয়নাল উদ্দীন (সাংবাদিকতা -১০ম), ওসমান ফারুক (মার্কেটিং-১০ম),খালেদ মোর্শেদ (প্রত্নতত্ব-১০ম)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন আতাউর রহমান (লোকপ্রশাসন-১০ম), এমডি নুরুল মোস্তফা (ফার্মাসী-১০ম),শাহাদাতুর রহমান (সাংবাদিকতা-১০ম), ইমতিয়াজ হুদা (পদার্থবিজ্ঞান -১০ম), সিফাত ফয়েজ (বাংলা-১১ম), অর্থ সম্পাদক আব্দুল আহাদ (আইসিটি-১০ম), রাজু বডুয়া (ইংরেজী-১১ম), দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসিব (ব্যবস্থাপনা-১১ম), মো:ইসমাইল (ইংরেজী-১১ম), মিজানুর রহমান(বাংলা-১১ম) প্রচার সম্পাদক এবিএস ফরহাদ (নৃবিজ্ঞান-১১ম), আব্দুর রহমান (অর্থনীতি-১১ম), নারী বিষয়ক সম্পাদক রউনক নাদিকা (আইসিটি-১১ম), বিলকিস কিরণ জান্নাত (বাংলা-১১ম) সাংস্কৃতিক সম্পাদক মং উসাং (ফিন্যান্স-১১ম), সায়েদ জামিল (আইন-১১ম), মো: তাজ উদ্দীন (আইন-১১ম)।
উল্লেখ্য, কক্সবাজার স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী ২০১৮-১৯ কমিটি। এ কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।