চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: মজনু (৩২) নামের এক মিনি কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু ফেনীর ফুলগাজী উপজেলার কিছমত বিজয়পুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
জানা যায়, সোমবার (৫ নভেম্বর) মহাসড়কের বসন্তপুর রাস্তার মাথায় মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-৫১-৫৩৭২) চালক মজনু গাড়ি মেরামতের জন্য নামে। এসময় পিছনের দিক থেকে চট্রগ্রামগামী অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।