কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসী বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের হলরুমে ফার্মেসী বিভাগ ও বিভাগের সহযোগী সংগঠন ফার্মেসী সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের, বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের ছাত্র উপদেষ্টা সুমাইয়া হক চাঁদনী ও বিভাগের প্রভাষক সৈয়দ কৌশিক আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট প্রশ্নের জবাব দেন। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এ প্রকল্পের পরেই আরেকটি প্রকল্প হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী যেখানে প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হবে সে জায়গার সাথে বর্তমান মূল ক্যাম্পাসের সংযোগ সড়ক করা হবে।” এছাড়া নতুন প্রকল্পের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন তিনি।

তানভীরুল ইসলাম ও আফসানা আক্তার লিজা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফার্মেসী সোসাইটির সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন। অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আরও পড়ুন