কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পাঁচ বছর পর জিম্বাবুয়ের কাছে টাইগারদের টেস্ট লজ্জা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ হেরেছিল ২০১৩ সালে, হারারেতে। এরপর তাদের বিপক্ষে টানা ৪টি টেস্ট জিতেছে টাইগাররা। কিন্তু ৫ বছর পর দেশের মাটিতে আবার হারের লজ্জায় পড়তে হল বাংলাদেশকে। মঙ্গলবার সিলেটে সফরকারীদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানে হেরেছে স্বাগতিকরা।

টেস্টে চতুর্থ দিন জিম্বাবুয়ের দেওয়া ৩২১ রানের লক্ষ্যে নেমে দিনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দুই ওপেনার মিলে দলকে এনে দেন পঞ্চাশ রান। তখন মনে হচ্ছিল প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ভালো লড়াই চালিয়ে যাবে ব্যাটসম্যানরা।

কিন্তু পঞ্চাশ পার হতেই শুরু হয় জিম্বাবুয়ের বোলারদের তাণ্ডব। লাঞ্চের আগেই বাংলাদেশের ৫ উইকেট তুলে নেয় তারা। লাঞ্চ থেকে ফিরে বাকি ৫ উইকেট হারিয়ে দিনের দ্বিতীয় সেশনেই ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

বাংলাদেশ শিবিরে প্রথম আক্রমণটা হানেন সিকান্দার রাজা। তারপর তাতে যোগ দেন কাইল জার্ভিস। আর শেষটায় জাদু দেখান ব্র্যানডন মাভুতা। এছাড়া অভিষিক্ত ওয়েলিংটন মাসাকাদজাও যোগ দেন উইকেট শিকারে।

এদিন লিটন দাসের আউটের মধ্য দিয়ে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২৩ রানে সিকান্দার রাজার এলবিডাব্লুর ফাঁদের পড়েন লিটন। যদিও প্রথমে এলবিডাব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে সিদ্ধান্ত জিম্বাবুয়ের পক্ষে যায়।

দলীয় ৬৭ রানে কাইল জার্ভিসের বল মুমিনুলের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ফলে ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটসম্যান।

শুরু থেকেই একপ্রান্ত ধরে খেলতে থাকেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগেই ৩৭তম ওভারের পঞ্চম বলে রাজার বলে বোল্ড হয়ে যান তিনি। ১০৩ বল খেলে ৪৩ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

তারপর দলীয় শত রানের কোটা পার হতেই রাজার তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। এই ইনিংসে ১৬ রান করেছেন টাইগার অধিনায়ক। আর লাঞ্চের ঠিক আগ মুহূর্তে মাভুতার বলে রাজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৩)।

আর লাঞ্চ থেকে ফিরে বিদায় নেন দলের সর্বশেষ ভরসা মুশফিকুর রহীম। দলীয় ১৩২ রানে মাভুতার বলে মাসাকাদজার কাছে ক্যাচ দিয়ে পেভিলিয়ানে ফিরে যান মুশফিক (১৩)।

মুশফিকের বিদায়ের পর খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। মাভুতা দ্রুতই গুটিয়ে দেন বাংলাদেশকে। আউট করেন মেহেদী হাসান মিরাজ (৭) ও নাজমুল ইসলাম অপুকে (০)। আর তাইজুল ইসলাম (০) ও আরিফুল হকের (৩৮) উইকেট তুলে নেন ওংয়েলিংটন।

জিম্বাবুয়ের হয়ে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন মাভুতা। এছাড়া রাজা নিয়েছেন ৩ উইকেট। ওয়েলিংটন ২টি ও জার্ভিস নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস) : ২৮২/১০ (ওভার ১১৭.৩) (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেইলর ৬, উইলিয়ামস ৮৮, রাজা ১৯, মুর ৬৩*, চাকাবা ২৮, ওয়েলিংটন ৪, মাভুটা ৩, জার্ভিস ৪, চাতারা ০; রাহী ১/৬৮, তাইজুল ৬/১০৮, আরিফুল ০/৭, মিরাজ ০/৪৫, নাজমুল ২/৪৯, মাহমুদউল্লাহ ১/৩)।

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৪৩/১০ (ওভার ৫১) (লিটন ৯, ইমরুল ৫, মুমিনুল ১১, নাজমুল ৫, মাহমুদউল্লাহ ০, মুশফিক ৩১, আরিফুল ৪১*, মিরাজ ২১, তাইজুল ৮, নাজমুল ৪, রাহী ০; জার্ভিস ২/২৮, চাতারা ৩/১৯, মাভুতা ০/২৭, রাজা ৩/৩৫, ওয়েলিংটন ০/২১, উইলিয়ামস ১/৫)।

জিম্বাবুয়ে (দ্বিতীয় ইনিংস) : ১৮১/১০ (ওভার ৬৫.৩) (মাসাকাদজা ৪৮, চারি ৪, টেইলর ২৪, উইলিয়ামস ২০, রাজা ২৫, মুর ০, চাকাবা ২০, ওয়েলিংটন ১৭, মাভুটা ৬, জার্ভিস ১*, চাতারা ৮; তাইজুল ৫/৬২, অপু ২/২৭, রাহী ০/২৫, মিরাজ ৩/৪৮, মাহমুদউল্লাহ ০/৭, মুমিনুল ০/৪)।

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) : ১৬৯/১০ (ওভার ৬৩.১) (লিটন ২৩, ইমরুল ৪৩, মুমিনুল ৯, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ১৩, মুশফিক ১৩, আরিফুল ৩৮, মিরাজ ৭, তাইজুল ০, অপু ০, রাহী ০*; জার্ভিস ১/২৯, চাতারা ০/২৫, রাজা ৩/৪১, উইলিয়ামস ০/১৩, মাভুতা ৪/২১, মাসাকাদজা ২/৩৩)।

ফলাফল : জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শন উইলিয়ামস।

আরও পড়ুন