কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম ও কুমিল্লা সদরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার চৌদ্দগ্রামের শুকুয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে (২৫) ৫০ কেজি গাঁজা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোড এলাকা থেকে কামরুল হাসান শাহিনকে (৩৮) ১২শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই ইকতিয়ার উদ্দিন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, তাদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।