মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে নাহার প্লাজায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র হাসনাবাদ বাজার শাখার উদ্বোধন করা হয়েছে।
তৌহিদুল ইসলাম সবুজের পরিচালনায় মঙ্গলবার (৬ নভেম্বর) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চাটখিল শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডন্ট ও শাখা প্রধান মোহাম্মদ মকছুদুর রহমান মুন্সী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন বি কম, বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন, সমাজ সেবক নুরুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা হারুন অর- রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মুনাফ।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর হাসনাবাদ বাজার শাখার উদ্যোক্তা মো: রাসেল আরফান (বিবিএল বিজনেস লি:) , মো: আহসান হাবিব, মো: তৌহিদুল ইসলাম সবুজ, মো: মেহেদী হাসান মানিক, ও কুলছুমা আক্তারসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: নোয়াখালী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোহাম্মদ রুকন উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসনাবাদ এ হাকিম মাদ্রাসার সুপার মাওলানা মহিব উল্ল্যাহ ।