কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এতে মনপাল হাজী মার্কেটের পাশের আনিস মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়।
বুধবার (৭ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম, লাকসাম থানার ওসি মনোজ কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
ইউএনও একেএম সাইফুল আলম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ব্যবসায়ীদের দাবি ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।
গ্রামবাসীর ধারণা, মার্কেটের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে এই ঘটনা ঘটে। এতে মহিন উদ্দিনের কসমেটিকস, আবদুল হকের মুদি দোকান ও কাঠ দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়।
বিল্লাল হোসেন মেম্বার নতনি কুমিল্লাকে জানান, ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।