আফ্রিকা বাংলা মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে গত ৪ নভেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ক্রিকেট গোল্ডকাপের টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
টূর্ণামেন্টের চেয়ারম্যান জনাব নোমান মাহমুদের সভাপতিত্বে ও প্রবাস বাংলা সম্পাদক নুরুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মেরাজ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন মাসিক ফোকাস বাংলা’র সম্পাদকমন্ডলীর সভাপতি আমজাদ হোসেন চয়ন, সাউথইস্ট এক্সচেঞ্জ-এর কান্ট্রি ম্যানেজার কাজী ফরহাদ কামাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাপলা টিভি প্রতিনিধি আরিফুর রহমান দিলু। স্বাগত বক্তব্য রাখেন, বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএইচ মুহাম্মদ মুশাররফ, ও আরটিভি দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি জনাব মিজানুর রহমান রাসেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসিক ফোকাস বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুনিম মুন্না, সহ সম্পাদক মোঃ নুরুল্ল্যাহ, বুড্ডিষ্ট কমিউনিটি নেতা শৈবাল বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী চঞ্চল আহমদ, শাপলা টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রবাসে বাংলা’র বার্তা সম্পাদক কাজী জুয়েল, আফ্রো বাংলা’র সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হিমেল, যুবনেতা দেলোয়ার হোসেন রনি, আলাউদ্দিন, শরীফ খাঁন, সুজন আহমদ, তানভীর ভুইয়া বাবু, কাজী স্বপন, সাইফুল ইসলাম, মামুন আহমদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ সহ সকল ক্রীড়াপ্রেমীক গানের উপস্থিতিতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী ম্যাচের পূর্বে সকল নিহত প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া করা হয়।
এ সময় কিংস ইলেভেন স্প্রিং সাম্প্রতিক ঘটনায় নিহত স্প্রিং প্রবাসী মরহুম আকাশ সহ সকল নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে মাঠে নামে।