বাংলাদেশ আদর্শ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের উদ্যেগে সোনামণি সমাজকল্যাণ অর্গানাইজেশন (এসএসও) ভরাসার বাজার, বুড়িচং শাখার ব্যবস্থাপনায় এবং সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্ববধানে ভরাসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার (৭ নভেম্বর) সকালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে পঞ্চম শ্রেণীর ৪৯২ জন পরীক্ষার্থী মেধা যাচাই অংশগ্রহণ করে।
পরীক্ষার ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব পালন করেন পয়াত সোনামণি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শামীম, বুড় বুড়িয়া ফাতেমা টেকনিকেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, বালিখাড়া রফিকুল হক সুমন মেরিট একাডেমীর অধ্যক্ষ সেলিনা আক্তার, নানুয়ার বাজার মডেল একাডেমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, ভরাসার সূর্যোদয় কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ রেহান উদ্দিন, মেজর গণি আইডিয়াল স্কুল এর অধ্যক্ষ মোঃ আলী হোসেন,
বলেশ্বর নিউ মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, কম্পিউটার প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, খাড়াতাইয়া মডার্ণ স্কুলের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুশাসনের জন্য নাগরিক বুড়িচং শাখার সভাপতিসাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।