কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’র ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আমজাদ হোসেন (অর্থনীতি বিভাগ, ৮ম ব্যাচ) কে সভাপতি এবং কামরুল হাসান শাওন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৮ম ব্যাচ) কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রাজু ও আইন বিভাগের প্রভাষক মো. আবু বকর ছিদ্দিক এবং আহবায়ক রনি মজুমদার ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ (নৃবিজ্ঞান বিভাগ, ৮ম ব্যাচ), মো. শামসুর রাহমান সায়মন (লোক প্রশাসন বিভাগ, ৮ম ব্যাচ) এবং মো. সাইফুল ইসলাম (গণিত বিভাগ, ৯ম ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির আল মামুন (ইংরেজী বিভাগ, ১০ম ব্যাচ), মহিবুল হক রাইম (আইন বিভাগ, ১০ম ব্যচ) এবং কামরুল হাসান (গণিত বিভাগ, ১০ম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মিলন (লোক প্রশাসন বিভাগ, ৯ম ব্যাচ)।