কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ আটক ৩

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিনসহ তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে ও বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং আলী আহম্মদ মহিষাণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ শাহজাহান মাষ্টার, উপজেলার শ্রমিক দলের সধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মৃত আবদুল অহেদের ছেলে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস নতুন কুমিল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকালে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিনকে তার কর্মস্থল থেকে ডিবি পুলিশ আটক করে। অপর দিকে বিকাল ৫টায় ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং আলী আহম্মদ মহিষাণ কিন্ডারগার্টেনৈর অধ্যক্ষ মোঃ শাহজাহান মাষ্টারকে প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে ডিবি পুলিশ আটক করেছে। এছাড়া উপজেলার শ্রমিক দলের সধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহকে বুধবার রাতে তাঁর নিজ বাড়ী খাড়াতাইয়া গাজীপুর থেকে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন