কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিনসহ তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে ও বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং আলী আহম্মদ মহিষাণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ শাহজাহান মাষ্টার, উপজেলার শ্রমিক দলের সধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মৃত আবদুল অহেদের ছেলে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস নতুন কুমিল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিকালে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিনকে তার কর্মস্থল থেকে ডিবি পুলিশ আটক করে। অপর দিকে বিকাল ৫টায় ময়নামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং আলী আহম্মদ মহিষাণ কিন্ডারগার্টেনৈর অধ্যক্ষ মোঃ শাহজাহান মাষ্টারকে প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে ডিবি পুলিশ আটক করেছে। এছাড়া উপজেলার শ্রমিক দলের সধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহকে বুধবার রাতে তাঁর নিজ বাড়ী খাড়াতাইয়া গাজীপুর থেকে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করে।