কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা করিম মাস্টারের আর নেই

কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি’র উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব মো. আবদুল করিম মাস্টার (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)।

শনিবার (১০ নভেম্বর ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লা হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১১ নভেম্বর) দুপুর ২ টায় হারং সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সন্ধ্যায় হৃদযন্ত্রের সমস্যা অনুভব করলে তাকে কুমিল্লা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে তার জামাতা কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি মো. আতিকুল আলম শাওনসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন