কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। রবিবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক দ্রব্য জব্দ করে কুমিল্লা-১০ ব্যাটালিয়ন গোলাবাড়ি পোষ্ট বিওপির টহলদল সদস্যরা।
কুমিল্লা-১০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খান নতুন কুমিল্লা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ছাড়াও অন্যান্য বিওপির সদস্যরা তাদের দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল, ২৪৮২ টি আতশবাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৪৭ হাজার ১৪০টাকা। জব্দকৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানান।