কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে আ’লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো. বশিরুল আলম মিয়াজী।
আজ রবিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিতরণকালে মো. বশিরুল আলম মিয়াজীর পক্ষে আবেদনপত্র সংগ্রহ করেছে তাঁর রাজনৈতিক সহকারী দাউদকান্দি উপজেলার সাবেক ছাত্রলীগনেতা মো. সাগর তালুকদার।
উল্লেখ্য, বশিরুল আলম মিয়াজী ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেন।