কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা সদরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন, জেলা জুড়ে অর্ধশতাধিক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ৯ জনের নামে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে।

যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম মঞ্জু, কুমিল্লা জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান, আওয়ামীলীগের আইনজীবী পরিষদের সদস্য একেএম ফয়েজ।

চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রির সাথে জড়িত কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য মোখলেছুর রহমান রবিবার রাতে (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খানের বিষয়ে তিনি জানান, তার পিতা (আফজল খান) মনোনয়ন ফরম সংগ্রহ করেন নি।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ও সোনার বাংলাদেশ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা-৯ আসন থেকে সাবেক ছাত্রনেতা মোঃ শাহআলম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সব মিলিয়ে গত তিন দিনে কুমিল্লার ১১টি আসন থেকে দলীয় মনোনয়নে নির্বাচনের প্রত্যাশায় ফরম সংগ্রহ করেছেন অর্ধশতাধিক নেতা।

উল্লেখ্য: ১১টি আসনের মধ্যে দাউদকান্দি আসনে মনোনয়ন ফরম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর সবচেয়ে কম কুমিল্লার নাঙ্গলকোটে। সেখানে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নামে ফরম সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন