কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর পক্ষে মননয়ন পত্র জমা দিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ । সোমবার বিকালে ধানমন্ডি ৩/এ , আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.মফিজুর রহমান বাবলু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, কুমিল্লা টাউন হল এর সাধারণ সস্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, বাখরাবাদ সি.বি.এ এর সাবেক সভাপতি আবুল কাশেম, মহানগর আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান ইরান, কুমিল্লা ডায়বেটিকস সমিতির সদস্য এ.কে.এম. মিজানুর রহমান বাবু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লা তুহিন,
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিল্প ও ব্যানিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ এম এ ফাত্তাহ, সাবেক পুলিশ কর্মকতা হাসান আসিফ রহমান জয়, কুমিল্লা সদর উপজেলা পাচথুঁবী ইউনিয়ন এর চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিঠু, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল ও ছাত্র লীগ নেতা নাজমুল হাসান শাকিল।