ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বুড়িচং শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ব্যাংক মিলনায়তনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক বুড়িচং শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আরিফ উল্ল্যা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন্স মোঃ আব্দুল মতিন, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের ডাঃ মোঃ শোয়েব এমবিবিএস, ডাঃ জাবেদ আহম্মেদ এমবিবিএস ও বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম।
মেডিক্যাল ক্যাম্পে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে অতি গরীর ও অসুস্থ ১৫০ জন রোগিকে ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপিং ও ডায়বেটিস টেস্টসহ অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।