কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা জোনাল হেড ও ইভিপি মোশাররফ হোসাইন।
ব্যাংকের চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক ও এসএভিপি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ আফরোজা হাশেম নুপুর। ব্যাংকের প্রজেক্ট অফিসার মোঃ ইমরান হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন একএম মাহবুব উল্যাহ, পল্লী উন্নয়ন প্রকল্পের ফিল্ড অফিসার এস এম মুহিবুল্লাহ, ব্যবসায়ী অলি আহমেদ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাহকের মাঝে ফ্রি চিকিৎসা, ওষুধ প্রদান ও মুন্নি আক্তার নামের এক গ্রাহককে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।