কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

একাদশ সংসদ নির্বাচরে অংশ নিবেন ইমরান সরকার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচন করবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

রৌমারী, রাজীবপুর ও চিলমারী—এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।

ইমরান বলেন, আমার শুভাকাঙ্ক্ষীরা চায় আমি যেনো নির্বাচন করি। সেজন্য এ বিষয়ে সবার সঙ্গে কথা বলছি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।

তবে নির্বাচন তিনি কোনো দলের হয়ে নয়, জনগণের হয়ে করবেন জানিয়ে বলেন, আমি তো কোনো দলের সদস্য না। নির্বাচন করলে নাগরিকদের প্রতিনিধি (স্বতন্ত্র) হিসেবে করবো।

এর আগে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের অংশগ্রহণে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। সে সময় এর মুখপাত্র হন ইমরান এইচ সরকার। এ আন্দোলনের কারণে সরকার আইন সংশোধন করে। এরপর আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসি হয়।

আরও পড়ুন