কুমিল্লার চান্দিনায় বেকারী এবং খারার হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে এবং ফল দোকান সহ ৫ ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মাধাইয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদেরকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। এসময় তাকে সহযোগীতা করেন চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন এবং সংগীয় ফোস।