কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নানা কর্মসুচির মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নানা কর্মসুচির মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীতে র‌্যালী, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, সচেতনামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ”। এই উপলক্ষে জেলা সিভিল সার্জন মিলনায়তনে খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতাল ও জেলা সিভিল সার্জনএর যৌথ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন বিএমএ কুমিল্লার সভাপতি ডাঃ আবদুল আনিস বাকী। অনুষ্ঠানে মূল বিষষের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ও খায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক ডাঃ আতাউর রহমান জসিম। বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন ডাঃ আবদুল আউয়াল সোহেল,ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোরশেদুল আলম,ডাঃ তাইফুর রহমান, ও পপুলার ফার্মার প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।

সভায় বক্তরা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রনে রাখতে হলে আমাদেরকে শৃংখলার মধ্যে জীবন যাপন করতে হবে। পরিশ্রম করতে হবে এবং খাবার তালিকায় ভাত,চিনি ও লবন কমাতে হবে। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। ২০০৭ সালে সিদ্ধান্ত হয়, ডায়াবেটিস প্রতিরোধ অভিযান পরিচালনার থিমটি আরও দীর্ঘ সময় ধরে থাকবে। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০০৭-০৮ এর থিম নির্ধারিত ছিল ‘শিশু ও তরুণদের মধ্যে ডায়াবেটিস’।

২০০৯ থেকে ২০১৩ সালের থিম নির্ধারিত হয়েছিল, ‘ডায়াবেটিস শিক্ষা ও প্রতিরোধ’। ২০০৭-০৮ সালে এই অভিযানের মূল লক্ষ্য ছিল আরও বেশি শিশু ও তরুণকে এই পরিচর্যার আওতায় আনা। ডায়াবেটিসের জরুরী সংকেত সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আর শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর জীবন যাপনকে আরও জনপ্রিয় করে তোলা।

বাংলাদেশে ডায়াবেটিস রোগী রয়েছে প্রায় ৯০ লাখ, বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী। ডায়াবেটিস প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা আগামী ২০৩০ সালের মধ্যে ৫৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সুশৃঙ্খল জীবনযাপন করলে রোগী নিজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। সব বয়সের মানুষই আজ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। প্রতিবছরই দ্বিগুণহারে বাড়ছে নতুন নতুন ডায়াবেটিস রোগীর সংখ্যা।

সচেতনতার অভাবে অনেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে সারাবিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে।

আরও পড়ুন