কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লালমাইয়ে স্কুল শিক্ষককে হত্যার হুমকির

লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়কে মোবাইলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই শিক্ষক নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারন ডায়েরি করেছেন।

জিডি’র বিবরন ও স্কুল সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদের বিভিন্ন অনিয়ম ও ছাড়পত্র জালিয়াতির বিচার চেয়ে শিক্ষা অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। এতে প্রধান শিক্ষক স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে তার পক্ষে না থাকার অভিযোগ তুলেন। এরইমধ্যে ১৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৬.৫৬ টায় সহকারী প্রধান শিক্ষক’র নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে গালাগালি করে এবং মঙ্গলবার রাত ১০টায় বাসায় গিয়ে হত্যা করার হুমকি দেয়।

পরে রাত ৮টায় ওই শিক্ষক থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী (নং ৭২৪) করেন।

শিক্ষক লিটন চন্দ্র রায় জানান, আমি একজন সংখ্যালগু শিক্ষক। কারও সাথে আমার মতবিরোধ নেই। কে হুমকি দিয়েছে বা এর পিছনে কে তাও আমি জানি না। আমি বিশ্বাস করি পুলিশ তদন্ত করে অজ্ঞাত হুমকিদাতাকে আইনের আওতায় আনতে পারবে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ওই শিক্ষক জিডি করেছেন। ওসি স্যারের নির্দেশে রাতেই পুলিশের একটি টিম স্কুল ও বাসার আশেপাশে টহলে নিয়োজিত ছিল। তাছাড়া হুমকিদাতাকে ধরতে পুলিশের প্রযুক্তি টিম কাজ করছে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত বলেন, বিষয়টি আমি অবগত হয়ে রাতেই থানার ওসি কে ব্যবস্থা নিতে বলেছি।

আরও পড়ুন